প্রকাশিত: Mon, May 22, 2023 2:43 PM
আপডেট: Tue, Jan 27, 2026 9:51 AM

আশা করছি আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে নতুন নিষেধাজ্ঞা দেবে না: ড. মোমেন

মাছুম বিল্লাহ: বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, তারা কোনো সূত্র উল্লেখ করেনি, বিষয়টি খুবই অদ্ভুত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না সেটা নিয়ে আমার কোনো ধারণা নেই। এসব কখনোই আমাদের আগে থেকে জানানো হয় না। আমরা আশা করছি, আমেরিকা আর এসব করবে না।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

নিষেধাজ্ঞা নিয়ে ওই দৈনিকের প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মোমেন বলেন, ওরা মিথ্যা তথ্য দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে আমি মন্ত্রী হওয়ার আগে চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি। এটা ডাহা মিথ্যা কথা। আমি কোনোদিন কোনো চাইনিজ কোম্পানিতে কাজ করিনি এবং লবিস্ট ছিলাম না। বরং বলতে পারেন আমি সারাজীবন আমেরিকাতে ছিলাম। খুব অদ্ভুত। তারা জেনেশুনে মিথ্যা তথ্য দিয়েছে। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা অনেক কিছু বলেন যাতে অন্যান্য দেশের জন্য একটা সতর্কবার্তা থাকে। সেটার আক্ষরিক অর্থ কী সেটা আমি বলতে পারব না। তবে আমি বলতে পারি, এটা হচ্ছে ইঙ্গিত যে বাংলাদেশ বিজয়ের জাতি। আমরা ফেলে দেওয়ার মতো দেশ না। 

তিনি বলেন, আমরা মোটামুটিভাবে আগের মতো দারিদ্রক্লিষ্ট নই, দানের ওপর থাকি না। জাতি হিসেবে আমাদের গর্ব আছে। আমাদের একটা পজিশন আছে। আমরা বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে বিজয় অর্জন করেছি। কেউ চোখ রাঙালে সরকার ভড়কিয়ে যাবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব